সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৮:১৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় আটক জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তি এখনই মেনে নিতে হবে। রোববার (৭ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, "ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এখন হামাসেরও মেনে নেওয়ার সময় এসেছে। আমি এর আগে হামাসকে পরিণতি সম্পর্কে সতর্ক করেছি। এটাই আমার শেষ সতর্কবার্তা।"এএফপির খবরে জানা গেছে, ট্রাম্পের এই বার্তার কিছুক্ষণ পরই হামাস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া কিছু প্রস্তাবের ভিত্তিতে তারা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় বসতে তাৎক্ষণিকভাবে প্রস্তুত।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির একটি নতুন প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছেন। যদিও হোয়াইট হাউস এই প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেনি, তবে ট্রাম্পের এই মন্তব্য একটি চুক্তির সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে।
ট্রাম্প ও হামাসের বিবৃতির মধ্যেই ইসরায়েলি সেনারা গাজা সিটির একটি আবাসিক টাওয়ারে বিমান হামলা চালায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, সেনারা শহরে অভিযানের গতি আরও গভীর করছে।
গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, কেবল রোববারের হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, ধ্বংস হওয়া টাওয়ারগুলো হামাস নজরদারির কাজে ব্যবহার করছিল।
বর্তমানে হামাসের হাতে প্রায় ৪৭ জন জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যাদের মধ্যে ২৫ জন নিহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে।